আজগর হোসেন ছাব্বির : দাকোপে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরসহ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার দাকোপ সার্কেল আছাদুজ্জামানের তত্ত্বাবধানে দাকোপে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লক্ষিখোলা এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই গ্রামের শাহাদাত শেখের পুত্র শান্ত শেখের ঘর থেকে দেড় কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী স্থানীয় জাহাঙ্গীর শেখের পুত্র। এ সময় অপর ব্যবসায়ী বাড়ীর মালিক শান্ত পালিয়ে যায়। দাকোপ থানার এস আই সাইদ আল মামুন, এ এস আই আবু জাফর অভিযানে নেতৃত্ব দেন।