খুলনা অফিস : খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৩ জন কে আটক করেন। আটককৃতরা হচ্ছে মাদক ব্যবসায়ী একলাছ মোল্লা( ৫০); হাসান শেখ(২৫)ও রাজু হাওলাদার। পরবতীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্টেট সেটু কুমার বড়ুয়া ভ্রামামান আদালত পরিচালনা করেন। বুধবার ল্নচরা, বাগমারা ও রুপসা উপজেলায় অখিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন গোয়েন্দা শাখা পরিদর্শক পারভিন আক্তার জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।