মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মোঃ ইউনুছ চৌধূরী নামে এক ব্যক্তির এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । বেশ কিছুদিন ধরে অবৈধ উপায়ে মোল্লাহাটের সিঙ্গাতী এলাকার মধূমতি নদী হতে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে ওই দন্ড দেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল জানান-মোল্লাহাট উপজেলাধীন ২নং চুনখোলা ইউনিয়নের ৪নং সিংগাতী মৌজায় (পূর্ব নাম আঠারোবেকী) বর্তমান মধূমতি নদীতে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তলোন কালে সরেজমিনে সাতজন আসামীকে সরঞ্জামাদি ও কার্গোবোট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোঃ ইউনুছ চৌধূরী পিতা মৃত হাতেম চৌধূরী’কে একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।