খুলনা অফিস : রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বছর খরিপ-১ মৌসুমে পুটিমারি গ্রামের কৃষাণী সুমি বেগমের বসতবাড়ির আঙিনার পতিত জমিতে পারিবারিক কৃষির আওতায় একটি ‘সবজি-পুষ্টি বাগান’ স্থাপন করা হয় । এতে ডাঁটাশাক, পুঁইশাক, গিমাকলমি, ঢেঁড়শ, বেগুন, লাউ ও বরবটির চাষ হয়েছে। গত ২০ জুলাই রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা স্বদৃশ্য এ সবজি বাগান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন আলাইপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ তাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ, ওমর মুন্সি ও কৃষাণী সুমি বেগম। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।