ডুমুরিয়ায় ‌দূর্ধষ চুরি : নিয়ে গেছে ৩ লক্ষাধিক টাকার স্বর্ণাণকার

প্রকাশঃ ২০২০-০৭-২১ - ২০:০১

সুজিত মল্লিক, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার দক্ষিণমহল রাজিবপুর গ্রামে আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ীর ঘরে চুরি হয়েছে। চোরেরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙ্গে তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, এস এম আলমগীর হোসেন হলেন উপজেলার দক্ষিণমহল রাজিবপুর গ্রামের বাসিন্দা। গ্রামে তার আছে দু’টি বাড়ি। এরমধ্যে মঙ্গলবার রাতে তার পুরাতন বাড়িতে হয়েছে চুরি। চোরেরা ওই বাড়িতে হানা দিয়ে তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে এস এম আলমগীর হোসেন জানান, আমি ও আমার স্ত্রী নুরুন্নাহার খাতুন সোমবার বিকেল ৫টার দিকে আমাদের পুরাতন বাড়ির সব ঠিকঠাক রেখে তালা বন্ধ করে পাশের নতুন বাড়িতে চলে যায়। পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে আমার স্ত্রী এসে দেখে ঘরের তালা ভাঙ্গা ও বারান্দায় কাগজপত্র ছড়ানো। এরপর ঘরে ঢুকে দেখে মেঝেতে কাগজপত্র ছড়ানো এবং আলমারি ও ড্রয়ার ভাঙ্গা। তখন সে খুঁজে দেখে ড্রয়ারে থাকা আমার মা’র স্বর্ণের চেইন, আংটি, বালা, আমার বোনের আংটি, কানের দুল, স্ত্রীর চেইন-লকেট, আংটি, কানের রিং কিছুই নেই। সব মিলিয়ে এ অলংকারের মূল্য হবে কমপক্ষে তিন লাখ পঁচিশ হাজার টাকা। তিনি আরও বলেন, ওই রাতে শুধু আমার ঘরে নয় পাশের আরও ৩ বাড়িতে হয়েছে চুরি।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।