দাকোপ প্রতিনিধি : দাকোপ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে চালনা কেসি কলেজ এলাকায় এক অভিযান পরিচালিত হয়। এ সময় দেবপ্রসাদ বাছাড় এর মুদি দোকান সংলগ্ন এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইসমাইল মোল্লা (৩০) পিং- মোঃখানজাহান মোল্লাকে আটক করা হয়। তার বাড়ী চালনা বৌমার গাছতলা (উত্তর কোলোনি), এলাকায়।অভিযানে অংশ নেন দাকোপ থানার এ এস আই/ মোঃ আবু জাফর,এএসআই/ মনির কং/ ১৬১৬ উদয় কুমার। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।