ঢাকা অফিস : করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারি মামলায় সাহেদসহ ৩ জনকে র্যাবে হস্তান্তর। করোনা পরীক্ষা জালিয়াতি, ভুয়া সনদ সরবরাহ ও নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিরুদ্ধে করা মামলায় আসামি সাহেদসহ তিনজনকে র্যাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের র্যাবে হস্তান্তর করা হয়।