ডুমুরিয়ায় রাজমিস্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৭:০৩

সুজিত মল্লিক, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় মকবুল মোড়ল (৫৫) নামের এক রাজমিস্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার সকালে উপজেলার রোস্তমপুর গ্রামস্থ একটি আমগাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে যার নং-৪০।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর গ্রামের মৃত আব্বাস মোড়লের ছেলে রাজমিস্ত্রী মকবুল হোসেন মোড়লের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা একটি আমগাছে ঝুলান্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে রাজমিস্ত্রী মকবুলের মৃত্যু’র ঘটনাটি রহস্যজনক।
এ বিষয়ে তার ভাই রাশিদুল মোড়ল জানান, বড়ভাই মকবুল মোড়ল পেশায় একজন রাজমিস্ত্রী। সে গত ২১ জুলাই সকালে প্রতিবেশি ইউনুচ সরদার বাড়িতে কাজে যায়। কাজ চলাকালে আমার ভাই’র সাথে ইউনুচের স্ত্রী শারমিন বেগম ধাক্কা খেয়ে পড়ে যায়। এই ঘটনাটি নিয়ে পরবর্তীতে আমার ভাই’র বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধোর ও শালিস বৈঠক ডাকার শোরগোল চলতে থাকে। হঠাৎ আজ (রোববার) ফজরের নামাজ আদায় শেষে আমার ভাইপো বাড়ি ফেরার সময় আমগাছে ঝুলন্ত আবস্থায় তার লাশ দেখতে পায়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, আমগাছের সাথে লাইলোনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মকবুলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সুরোতহাল রির্পোটে তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-৪০।