পাইকগাছায় স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৮-১১ - ১৬:৫৮

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দু’ যুবকের বিরুদ্ধে স্বামী-স্ত্রীর গতিরোধ করে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লস্কর ইউপির বাসাখালী গ্রামের মৃতঃ ভুবন সরদারের ছেলে বিকাশ চন্দ্র সরদার থানায় সাধারন ডায়েরী করেছেন। পুলিশ বিষয়টির তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
ভুক্তভোগি বিকাশ সরদার জানান, তার প্রতিবেশী মৃতঃ কৃষ্ণপদ মন্ডলের ছেলে পরেশ মন্ডল ও সন্তোষ হালদারের ছেলে তপন হালদারের সহিত পরিবার কেন্দ্রিক সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোপুর্বে আরার বাড়ীতে গিয়ে এরা হুমকি-ধমকিও দিয়েছিল। এ বিষয়ে বিকাশ সরদারের স্ত্রী নিবেদিতা সরদার( ২৫) জানানো মঙ্গলবার আমরা ভ্যানযোগে পাইকগাছায় আসার পথে বেলা ১১টার দিকে বাইনতলা বাজাস্থ বাসুদেবের ডিপোর কাছে পৌছালে প্রকাশ্যে পরেশ ও সন্তোষ আমাদের গতিরোধ করে গালিগালাজ করে মারপিট করে। তিনি জানান, এরা অভ্যাসগত খারাপ লোক ও নানান অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিবেদিতার স্বামী বিকাশ সরদার প্রতিকার চেয়ে পরেশ ও সন্তোষের বিরুদ্ধে মঙ্গলবার থানায় জিডি করেছেন,যার নং-৪৬৫।