বটিয়াঘাটা প্রতিনিধি : আন্তর্জাতিক যুব দিবস উদযাপন ও ও যুবদের সাথে এক মতবিনিময় সভা বুধবার সকাল ১০টায় স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে এম্পাওয়ার ইয়ুতফর ওয়ার্ক প্রকল্প ও বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। কোডেকের প্রকল্প সমন্বয়কারী লোকমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুবির প্রভাষক এইচ আর এম সৈয়দ আজহারুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কোডেকের টেকনিক্যাল অফিসার জেরিন তাসনিন প্রজেক্টর ফেসিলেটর কামনা রায়, ওয়হিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, সাংবাদিক ইমরান হোসেন, প্রকল্পের ইয়ুত নজরুল ইসলাম, জয় চক্রবর্তী, শারমিন আক্তার, আরিফ বিল্লাহ ও সুমি খাতুন।