নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাজাসহ ১৯ জন মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করেছেন। আটকতৃদের কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম গাজা ও ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তৗতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এছাড়া অপর অভিযানে ইয়াবাসহ আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ১৩ আগষ্ট দিনব্যাপী চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ১৩ আগষ্ট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে এবং চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মেট্রো: উপ-অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মেট্রো: উপঅঞ্চলের সার্কেলসমূহের সম্মিলিত অংশগ্রহণে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭(সতেরো) জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। অপরদিকে উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সক্রিয় সহযোগিতায় কোতোয়ালী সার্কেল পরিদর্শক মো: মোজাম্মেল হক এর নেতৃত্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এক মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন ৩৭৭,স্টেশন রোডস্থ উজালা বোর্ডিং এর সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ফটিকছাড়ী থানাধীন এলাকার বাসিন্দা আবুল কলামের পুত্র মো: জামাল উদ্দিন (৫২), কে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে পরিদর্শক মো: মোজাম্মেল হক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া বন্দর সার্কেল পরিদর্শক মো: সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অপর এক অভিযানে কোতোয়ালী থানাধীন ৮৬ নুপুর মার্কেটস্থ বনফুল বেকারির সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো: মুনছুর এর পুত্র মো: শরীফ(১৯)কে ৮০০)পিস ইয়াবসহ গ্রেফতার করে পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া বুধবার ১২ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান করে ২১০০ পিস ইয়াবাসহ মোঃ জাহেরুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় পরিদর্শক মো.মোস্তাফিজুর রহমান মামলা দায়ের করেন। ওই দিন সকালে পরিদর্শক মঈনুদ্দিন কবীর এর নেতৃত্বে একটি টিম কর্ণফুলী থানাধীন সিডিএ আবাসিক মাঠ এলাকায় অভিযান করে ১৭০০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী নাসির মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় পরিদর্শক মামলা দায়ের করেন। দিনের অপর এক অভিযানে বাকলিয়া থানাধীন বদরুজ্জামান চত্বর এলাকা থেকে আইনুল হক(৪১) কে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পরিদর্শক আমিররুজ্জামান সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।