রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল উপজেলায় “পয়ঃবর্জ্য শুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৭ পালিত হয়েছে। মনিশংকর কুন্ডুর সভাপতিত্বে এবং সিএসএস এনজিও এর এরিয়া অফিসার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বৃহস্পতিবার রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিতিশ কুমার রায়, সদস্য নুর ইসলাম, আকবর হোসেন আকো, মহিলা সদস্য জোসনা বেগম, হোসনেয়ারা বেগম, সচিব তপন কুমার ব্যাপারী, অনন্ত কুমার, মনোজ কুমার, শাহজামাল, আরজুল ইসলাম প্রমুখ। ইউনিয়ন পরিষদ, সিএসএস এর এএসডাব্লিউএস প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচী রামপাল উপজেলায় সুনামের সাথে পালিত হয়ে আসছে বলে জানানো হয়।