আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার শরিফের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। দুটি দুর্নীতি মামলায় পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো আদালত (ন্যাব) জামিনযোগ্য এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামি ৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে। শরিফের আইনজীবী জাফির খান একথা বলেছেন। শরিফ তার স্ত্রীর সঙ্গে বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছে। শরিফের বিরুদ্ধে ন্যাবের তিনটি আলাদা দুর্নীতির মামলা আছে। তাছাড়া, শরিফের ছেলে এবং মেয়ে মরিয়মও ন্যাবের মামলায় বিচারের মুখে রয়েছে। লন্ডনে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মকে অভিযুক্ত করেছে পাকিস্তানের দুর্নীতি-দমন আদালত।