মোংলার চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামের পিতার ইন্তেকাল

প্রকাশঃ ২০২০-০৮-২৬ - ২১:১৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা মো: তারিকুল ইসলামের পিতা ইসমাইল মোল্লা (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বার্ধক্যজনিত কারণে চাঁদপাইস্থ তার নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ীতে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী নেতা মোল্লা তারিকুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।