পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপকূলীয় দুর্যোগ কালীন ক্ষয়-ক্ষতি মোকাবেলা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ওয়ার্ড পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে প্রত্যেক ওয়ার্ডে ২০জন করে স্বেচ্ছাসেবক টিম গঠনের সম্ভব্যতা যাচাইয়ের নিমিত্তে দেলুটি ও সোলাদানা ইউনিয়ানের দুর্যোগ কবলিত অংশ পরিদর্শন করেন ঢাকা সিপিপি এর পরিচালক (প্রশাসন) উপ-সচিব আহমাদুল হক। পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (অপারেশন) মোঃ হাসানুল আমিন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ঝুকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোঃ বেলাল হোসেন, কান্ট্রি রিপ্রেজেনটেডটভ আমেরিকান রেড ক্রিসেন্ট বাংলাদেশ অচলা নবরত্নে, খুলনা সিপিপি কমিটির উপ-পরিচালক গোলাম কিবরিয়া, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ও সিটি ইউনিট কর্মকর্তা ময়নুল ইসলাম, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খুলনা রেড ক্রিসেন্ট প্রতিনিধি সহ অনেকে। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাইকগাছা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন এবং পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে সিপিপি’র কার্যক্রম সাম্প্রসারণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।