পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার চাঁদখালী ইউপি’র কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে কমিটি সদস্যদের আড়াল করে প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ সালাম খানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আভিযোগ হলে ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন তদন্ত সম্পন্ন করেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহাপাড়া গ্রামের মোঃ আজিজুর রহমান লাল্টু জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আঃ সালাম খাঁন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বাবুর মৃত্যুর পর ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন পছন্দের প্রার্থীকে নিয়োগের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত বাবুর পরিবর্তে একজন সহকারী শিক্ষককে দায়িত্ব অর্পন করে ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। যা ম্যানেজিং কমিটির অধিকাংশ সদস্যরা কিছুই জানেনা। এর প্রতিকার চেয়ে আজিজুর রহমান লাল্টু উপজেলা নির্বাহী অফিসারের নিকট সভাপতি আঃ সালাম খাঁনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে মোঃ জয়নাল আবদীন গত বৃহস্পতিবার তদন্ত সম্পন্ন করেছেন। ম্যানেজিং কমিটির সভাপতি আঃ সালাম খান বলেন প্রধান শিক্ষকের মৃত্যুর পর এ পদের নিয়োগ নিয়ে কমিটির সভা হলেও লাল্টুরা কোন দিন সভায় হাজির হয়নি। চলতি বছরের ৬-মে কমিটি সভায় শিক্ষক রুহুল আমীন সরদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় এবং এতে অভিযোগকারীর স্বাক্ষরও রয়েছে। এ ছাড়া সহকারী প্রধান শিক্ষক অমিত মন্ডল লিখিত ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়নি বলে দাবী করে তিনি আরোও বলেন আইনের ভিতর থেকেই একজন ভালো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন জানান, অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত সম্পন্ন করেছি। উভয়পক্ষের বক্তব্য শুনেছি। সঠিক প্রতিবেদন দাখিল করা হবে।