ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংক ফুলতলা শাখার উদ্যোগে সোমবার বিকালে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফলজ চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মানবেন্দ্র নারায়ন সরকার, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা দেবব্রত অধিকারী, অজিত কুন্ডু, স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজিবার রহমান মোল্যা, উত্তম অধিকারী ও মহিদুল ইসলাম প্রমুখ।