তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তালাবাসীর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহবুদ্দিন বিশ্বাস। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আওয়ামী লীগনেতা সৈয়দ ইদ্রিস, মোড়ল সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল বারী, মোঃ আফজাল হোসেন, ইউপি সদস্য মীর শামছুজ্জোহা আকবর কল্লোল, মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, যুবলীগ নেতা আতাউর রহমান, মোঃ আবু সাঈদ মিঠু, মিজানুর রহমান মোড়ল, ছাত্রলীগের সাবেক নেতা শিমুল মোড়ল, শাওন মোল্যা, ফারদীন রহমান দীপ, সাইদুর রহমান, সুকেশ দাশ প্রমুখ।
এ সময় বক্তারা সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবী জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। উক্ত সমাবেশে সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।