ডুমুরিয়া প্রতিনিধি : সাংসারিক অভাব ও স্ত্রীর সাথে অবনিবনার কারণে জিয়াউর রহমান (৩০) নামের এক শ্রমিক আত্নহত্যা করেছে। ডুমুরিয়া থানা পুলিশ রোববার সকালে উপজেলার শরাফপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের নজরুল শেখের ছেলে জিয়াউর রহমানের সাথে একই উপজেলার শরাফপুর গ্রামের নজরুল সরদারের মেয়ে হোসনেয়ারা বেগমের (২৪) ৫বছর পূর্বে বিবাহ হয়। সেই থেকে জিয়াউর ঘরজামাই হিসেবে শরাফপুরের শ্বশুরবাড়িতে বসবাস করে শ্রমিকের কাজ করত। কিন্তু তাদের সংসারে অভাব অনাটন লেগে থাকায় স্ত্রী হোসনেয়ারার সাথে প্রায় তার ঝগড়া ও অবনিবনা চলছিল। শনিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় এবং রাতে জিয়াউর প্রথমে বিষপান করে পরে দ্বিতীয় দফায় ঘরের ডাবার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ বিষয়ে তদন্তকারি কর্মকর্তা ডুমুরিয়া থানা এস আই লিটন জানান, আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি এবং লাশের সুরোতহাল রির্পোটে দেখা গেছে, নিহতের মুখে বিষের গন্ধ আবার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে ছিল। তবে শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিক ভাবে জানা গেছে, পারিবারিক কলহ ও অভাবের কারণে সে আত্নহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং-৪৬।