ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যে’র দুইটি গাজাগাছসহ শিশির বাছাড়কে আটক করেছে।
জেলা ডিবি’র এসআই গোপাল চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিবুনিয়া গ্রামের মৃত সুধীর বাছাড়ের ছেলে শিশির বাছাড়ের(৪৮) ঘেরের ভেঁড়িতে দু’টি গাজার গাছ আছে। এ বিষয়ে নিশ্চিত হয়ে শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে গাছ দু’টি উদ্ধার ও অভিযুক্ত শিশিরকে আটক করি। উদ্ধারকৃত এ গাছের মধ্যে একটির উচ্চতা হবে ৯ফুট এবং অন্যটির ৫ফুট। গাছ দু’টির কাচা অবস্থায় ওজন হবে ১৫ কেজি যার মূল্য ৭৫ হাজার টাকা।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, ডিবি পুলিশ বাদি হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে যার নং- ১৬।