ডুমুরিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশঃ ২০২০-০৯-১৬ - ১৮:৪৬

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দুপুরে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের শাহ চন্দ্রপুর জুট মিলের সামনে থেকে সে আটক হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের একটি টীম উপজেলার গুটুদিয়া শাহ চন্দ্রপুর জুট মিলের সামনে টহলে ছিল। এ সময় হাসান শিকদার (৩৮) নামের একজনকে দেখে সন্দেহ হলে তার পরিচয় জানতে চায় এবং তার দেহ তল্লাশি করে লুঙ্গির মধ্যে থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করে। আটক হাসান গোপালগঞ্জের কাশিয়ানি থানার চরতাপতা-ঘোনাপাড়া এলাকার সোহরাব শিকদারের ছেলে। বর্তমানে সে যশোর জেলার বেনাপোল থানার পোড়াবাড়ি নারায়নপুর এলাকায় তার শ্বশুর সেলিমের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে। পুলিশ জানায়, আটক হাসান একজন গাজা ব্যবসায়ী। সে ভ্রাম্যমান ভাবে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্পটে গাজা বিক্রি করে। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই এমদাদ হোসেন, এএসআই ফারুক হোসেন ও এএসআই এমদাদ।