বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম বুধবার বিকালে সদরের বটিয়াঘাটা বাজার ও গল্লামারী বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি পেঁয়াজ, শাক-সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পন্য বিক্রি করা এবং করোনা মোকাবিলায় সুরক্ষামূলক মাস্ক ব্যবহার না করার দায়ে ৮ জনের কাছ থেকে ১৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা কালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।