সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) : স্বামীর আত্মহত্যায় প্রচারণার অভিযোগে আদালতের মামলায় এক গৃহবধু ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শাহ্পুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রঘুনাথপুর ইউনয়নের আন্দুলিয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহমান গাজীর (৩৫) সাথে বটিয়াঘাটার গাওঘরা এলাকার মৃত হেকমত আলীর মেয়ে মুরশিদা সুলতানার (৩২) প্রায় ১০ বছর পূর্বে বিবাহ হয়। সেই থেকে স্বামী আব্দুর রহমান সৌদিতে কর্ম স্থান হিসেবে আসা-যাওয়া করতো। সর্বশেষ প্রায় দেড় বছর আগে সৌদিতে গিয়ে স্ত্রীর সাথে মনো-মালিন্য ও টাকা পয়সা নিয়ে মত পার্থক্য শুরু হয় তার। এরই মধ্যে স্ত্রী মুরশিদা সুলতানা একই এলাকার ব্যবসায়ী শাহ বিএম কিবরিয়ার (৩৫) সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনা ছড়িয়ে পড়ে। বিষয়টি সৌদিতে বসেই জেনে যান আব্দুর রহমান। আর তখন থেকেই দু’জনের মধ্যে ফোনে ফোনে চলে তুমুল ঝগড়া-বিবাদ। যার পরিনামে গত ২৭ ফেব্রুয়ারিতে সেখানেই আত্মহত্যা করে আব্দুর রহমান। এর কিছুদিন পরেই মুরশিদা-কিবরিয়া বিবাহ করে ভাড়াবাড়িতে সংসার শুরু করে। কিন্তু পিতার নিহতের ঘটনা সহজে মানতে পারিনি তারই ছেলে আকাশ গাজী। তিনি বাদী হয়ে গত ৩রা মার্চ ওই দু’জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন যার নং-০৪। থাানা পুলিশ মঙ্গলবার রাতে শাহ্পুর বাজারে অভিযান চালিয়ে একটি ভাড়াবাসা থেকে মুরশিদা ও কিবরিয়াকে আটকের পর আদালতে সোপর্দ করে। এ বিষয়ে থানায় বসে মুরশিদা বেগম বলেন, আমার পূর্বের স্বামী আব্দুর রহমান গাজীর আগেও একটি বিবাহ ছিল। তার সাথে বিচ্ছেদের পর আমাকে বিয়ে করে। বিয়ের পর জানতে পারি সে ধার-দেনায় জর্জারিত। এক পর্যায়ে আমি নিজের নামে বিভিন্ন সমিতি ও লোকের নিকট থেকে টাকা এনে তাকে সৌদিতে পাঠাই। কিন্তু সেখানে বসে সে টাকা কি করতো, তার কোন হিসাব আমাকে দিতো না। বরং উল্টো আমাকে নানা ভাবে দোষ দিতো। এই নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে সে সেখানে আত্মহত্যা করে। এরপর আমি শাহ্ বিএম কিবরিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। থানা হাজতে দাড়িয়ে শাহ্ বিএম কিবরিয়া বলেন, আমি জানি মুরশিদার স্বামী আব্দুর রহমান সৌদিতে মারা গেছে। তারপর সে একজন বিধবা মহিলা হিসেবে তার সাথে পরিচয় ও আলাপ আলোচনার এক পর্যায়ে সম্পর্ক গড়ে ওঠে এবং আমরা বিবাহ করি। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, বাদী আকাশ গাজীর অভিযোগ ও আদালতে মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।