ঝালকাঠি প্রতিনিধি:: যে জাতির যত বেশি সম্পদ, সে জাতির তত বেশি শত্রু উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তা দেশের উন্নয়নের বর্তমান ধারাবাহিকাতা এবং সম্পদের জন্য। মন্ত্রী আরও বলেন, কক্সবাজার ও পায়রা বন্দরসহ বাংলাদেশের সমুদ্র সীমায় যে সম্পদ রয়েছে তা দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধণি দেশে রুপান্তরিত হতে পারে। আর তাই বিদেশি অপশক্তির দৃষ্টি আমাদের এ সম্পদের দিকে পড়েছে।
শনিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝালকাঠি জেলা কমিউনিটি পুলিশিং ফোরোমের সভাপতি পিপি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ বিভাগের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আর আগে সকালে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।