ফুলতলা (খুলনা)প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন মঙ্গলবার দুপুরে ফুলতলা বাজারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাফ্ফু মীরকে ১৫ হাজার, নজরুল ইসলাম গাজীকে ১০ হাজার, গিরি কুন্ডুকে ৮ হাজার, মঙ্গল কুন্ডুকে ৮ হাজার এবং বিশ্ব কুন্ডুকে ৮ হাজার এছাড়া ৪ ব্যক্তিকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৪শ’ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, এএসআই আবু জাফর উপস্থিত ছিলেন।