মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের জোংড়া এলাকায় খাল থেকে হরিণের মাংসসহ নৌকা জব্দ করেছে বনবিভাগ। ওই সময় একজনকে আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ দুইটি নৌকা জব্দ করে জোংড়া ফরেস্ট ক্যাম্পের টহলটিম। এ সময় হরিণ শিকার ও মাংস পাচারের সাথে সম্পৃক্ততার দায়ে আটক করার খবর পাওয়া যায় মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার বাসিন্দা সামাদ মোসাল্লীকে। তবে সাড়ে ৪ ঘন্টা পর রাত সাড়ে ৯ টায় জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন দাবী করে বলেন, সামাদ মোসাল্লী তাদের সোর্স, আসামী নয়।
তবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণের মাংস, নৌকা জব্দের বিষয়টি ওই রেঞ্জ কর্মকর্তা বা উর্ধতন কেউকেই না জানিয়ে আটক সামাদ মোসাল্লীকে ছেড়ে দেয়ার জন্য গোপনে দেন দরবারে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে।
তবে মাংস ও নৌকা জব্দ বা আসামী আটকের বিষয়ে কিছুই জানেন না রেঞ্জ কর্মকর্তা বা বিভাগীয় বন কর্মকর্তা। প্রতিবেদকের ফোনে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে রেঞ্জ কর্মকর্তাকে গিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন।
এ বিষয়ে জোংড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেন, সামাদ মোসাল্লী তাদেরকে পাচারের সময় ওই হরিণের মাংস ধরিয়ে দেন। বর্তমান সরকার নিষিদ্ধ সময়ে চিলা ইউনিয়নের বাসিন্দা সামাদ মোসালালী সুন্দরবনের জোংড়া খালে কি করেই পৌঁছালেন এবং সেখানে কি করতে ছিলেন তিনি? প্রতিবেদকের এমন প্রশ্নের জবারে বন কর্মকর্তা আবুল হোসেন কোন সদউত্তর দিতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন।