ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বৃহস্পতিবার বিকালে ফুলতলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভ‚মি) রুলি বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, অজয় নন্দী, পবিত্র সাহা, রনজিৎ বোস, তপন কুন্ডু, জয়দেব সেন, বিশ্বনাথ মন্ডল প্রমুখ। এ সময় ইউএনও সাদিয়া আফরিন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে মাস্ক ব্যবহারসহ বিভিন্ন নির্দেশনা মেনে চলা এবং বিজয় দশমীতে রাত ৮টায় প্রতিমা বিসর্জনের নির্দেশ প্রদান করেন।