খুমেক হাসপাতালে মৃত যুবকের পরিচয় মেলেনি

প্রকাশঃ ২০২০-১০-৩১ - ১৯:৪৯

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত এক যুবক (২৫) চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর রাত ৮টায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর দুপুরে সে মারা যায়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। মৃত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। গত দুই দিনে কোন পরিচয় মেলেনি। এর আগে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসের গাড়ি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
খুলনা সোনাডাঙ্গা মডেল থানার এসআই শাহরিয়া আলম জানান, গত ৩০ অক্টোবর দুপুর দিকে খুলনা-ডুমুরিয়া সড়কে ওই অজ্ঞাত যুবকটি রাস্তায় পরে ছিলেন। ওই পথে খুলনা উদ্দেশ্যে আসা একটি ফায়ার সার্ভিসের গাড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর দুপুরে মারা যান। মৃত মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিবারের পরিচয় পাওয়া গেলে তার মৃত্যুর আসল কারণ জানা যেতো। এসআই শাহরিয়া আলম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সড়কদূর্ঘটনায় আহত হয়ে সে রাস্তায় পড়েছিলো।