ডুমুরিয়ায় ধর্ষণের ঘটনায় ৪জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

প্রকাশঃ ২০২০-১১-০১ - ১৬:৫৯

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বেড়াতে আসা যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেছে থানা পুলিশ। ৫০ কার্যদিবস শেষে চার্জশীটপত্রে চার আসামীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে দুইজন পলাতক এবং দু’জন জেলহাজতে রয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি ডুমুরিয়া গ্রামে একই উপজেলার বামুন্দিয়া গ্রামের এক যুবতী (২০) তার আত্নীয়’র বাড়িতে বেড়াতে যান। রাতে একদল যুবক ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে একটি মৎস্য ঘেরের ভেঁড়ির পাশে বাগানে ফেলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে ৯ই সেপ্টেম্বর ওই যুবতী নিজেই বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু করেন যার নং-১২। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত রেজাউল মোড়ল (২৪) ও আব্দুর রব মোড়ল (১৭) নামের দুইজনকে আটকের পর আদালতে সোপর্দ করে। এরপর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম শুরু করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ’ এ ঘটনায় দীর্ঘ ৫০ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষে চার জনকে আসামী করে ৩১ অক্টোবর একটি চার্জশীট দাখিল করা হয়েছে। আসামীরা হল আরাজি ডুমুরিয়া গ্রামের আজিজ মোড়লের ছেলে সবুজ মোড়ল (২৬), জিন্নাত মোড়লের ছেলে সোহাগ মোড়ল (২৪), রফিকুল মোড়লের ছেলে রেজাউল মোড়ল (২৪) ও মুজিবর মোড়লের ছেলে আব্দুর রব মোড়ল (১৭)। এদের মধ্যে আব্দুর রর মোড়লের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র দাখিল করা হয়েছে। চার আসামীর মধ্যে রেজাউল ও রব জেলহাজতে রয়েছে এবং পলাতক আছে প্রধান দুই আসামী সবুজ ও সোহাগ, তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।