পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানাপুলিশ সন্দেহভাজন ৩ যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার গভীর রাতে উপজেলার কপিলমুনির হাসপাতাল মোড়ের পাশে ৩ যুবক সন্দেহভাজন ঘোরা ফেরা করছিল। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় আনে। আটকৃতরা হলেন, উপজেলার নাসিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র শাহিনুর ও ইমরান এবং রেজাকপুর গ্রামের নেছার শেখের পুত্র ফিরোজ শেখ। ওসি এজাজ শফী জানান, থানার পিসিপি পর্যালোচনা করে শাহিনুর ও ইমরানের নামে থানায় একাধিক মামলা পাওয়া গেছে।