স্টার জুট মিলস্ লিঃ এর শ্রমিকদের অর্থ বরাদ্দের টাকা হস্তান্তর

প্রকাশঃ ২০২০-১১-২২ - ১৮:০৮

দিঘলিয়া প্রতিনিধি : স্বাধীনতার পরবর্তীতে ভঙ্গুর বাংলাদেশকে পূর্ণ গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশের পাটকল গুলোকে রাষ্ট্রায়াত্ব ঘোষণা করেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের আশার প্রতিফলন ঘটান।  রবিবার দিঘলিয়া উপজেলাধীন বন্ধঘোষিত ষ্টার জুট মিলস্ লিঃ এর শ্রমিদের অর্থ ছাড় উদ্ভোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তিতা কালে এ কথা গুলি বলেন খুলনা ০৪ আসনের সংসদ সদস্য জননেতা -আব্দুস সালাম মূর্শেদী এম.পি।
বন্ধকৃত ষ্টার জুট মিলের ২৫৭৬জন শ্রমিকদের মধ্য হতে ৩০০ জনকে পাওনা অর্থ ছাড় দেওয়া হয়। এবং বাকি শ্রমিকদের পাওনা টাকার পর্যায় ক্রমে পরিশোধ করা হবে। ষ্টার জুট মিলস্ লিঃ-এর প্রকল্প প্রধানের কার্যালয়ে প্রকল্প প্রধান আবূল কালাম আজাদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, সি বি এ সভাপতি বিল্লাল মল্লিক , সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ,বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সৈয়দ মিজানুর রহমান , শেখ ইখতিয়ার হোসেন, গাজী মাসুদ রানা, হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শ্রমিকদের পাওনা টাকা অর্ধেক নগদ ব্যাংক একাউন্টের মাধ্যমে ও বাকি অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে।