খুলনা অফিস : জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে রবিববার গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন শ্রীরামপুর গ্রামস্থ এস.বি.এম ইট ভাটার মধ্যে হতে ওয়াপদার রাস্তা গামী মাটির রাস্তার উপর আসামি ১। মোঃ নাঈম শেখ (২৬), পিতা- মোঃ আসাদ শেখ, মাতা-বাশিরা শেখ, সাং-রামনগর, থানা-রূপসা, জেলা-খুলনা, বর্তমান সাং- ভট্টখামার, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট’ কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে বাঁশপাতার কাগজ ও বাদামি কসটেপ দ্বারা মোড়ানো ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২২/১১/২০২০ তারিখ বিকাল ১৬.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।