বিজ্ঞপ্তিঃ বটিয়াঘাটার সানকেমারী কৃষক সমবায় সমিতির ম্যানেজার গৌরপদ মন্ডলের স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে বুধবার তার বাড়িতে ছুটেযান উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এসএম ফরিদ রানা ও সংগঠনেরনেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক জগোত আলী মোড়ল খোকন, কল্যাণশ্রী সমিতির সভাপতি আব্দুর রহিম শেখ, হামিদ সরদার, নিতাই মন্ডল, পিন্টু শেখ।
অন্যদিকে সানকেমারী সমিতির ম্যানেজারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ইউসিসিএ লিঃ বিআরডিবির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন ইউসিসিএর চেয়ারম্যান এসএম ফরিদ রানা, ভাইস-চেয়ারম্যান বিউটি পাল, পরিচালক সুনীল বৈরাগী, এ্যাডঃ প্রশান্ত সরকার, জগোত আলী মোড়ল খোকন, ডাঃ গোপাল রায়, ব্রজেন ঢালী ও সদস্য সচিব বিআরডিবি অফিসার নারায়ণ চন্দ্র সরকার।