ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আঃ হাদির তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, সাহিদুল মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, রবিন বসু, রবিউল ইসলাম মোল্যা, সরদার মনিরুল ইসলাম, এস কে সাদ্দাম হোসেন, আঃ হাই সরদার, শেখ মনিরুল ইসলাম, নূর হোসেন, রমজান আলী মিন্টু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আব্দুল মতিন।