দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় কাযালয়ে খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মূশেদী এমপী এর সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম সহ তাদেরকন্যা ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী ও জামাতা ব্যারিস্টার তহসিন আহম্মেদ এর রোগমুক্তি কামনায় শুক্রবার সন্ধ্যায় মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ামাহফিলে সদর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আফজাল এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্যা আকরাম হোসেন, শেখ মকবুল হোসেন, শেখ ইয়াজুল ইসলা, হাবিবুররহমান তারেক, খান মতিউর রহমান, শেখ শাহাবুদ্দিন, আলামিন শেখ, খান ওয়াহিদুজ্জামান মুরাদ, মোঃ আকতার হোসেন, শামিম শেখ,ইয়ার আলী,ইসমাইল শেখ,সাইদ শেখ,ফেরদাউস সোহেল,রানা মোল্ল, মনিরুল ইসলাম,তবিবুর রহমান,ওহিদুল শেখ,লিটন শেখ,শিমুল খান,রাজিব শেখ,মাসুম শেখ,বনি খান,রাসেল শেখ,সোহেল শেখ,জাহাঙ্গীর সরদার,তানভির শেখ,শেখ জিয়াউর রহমান,আব্দুল্লা সহ প্রমু।
এস এম হাবিবুর রহমান তারেক এর সার্বিক তত্বাবধানে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।