আজগর হোসেন ছাব্বির : রূপান্তরের আয়োজনে প্রকল্প সমন্বয়কারী এস এম মন্জুরুল ইসলামের সভাপতিত্বে ফোরাম গঠন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। শনিবার সকালে চালনা পৌরসভা মিলনায়তনে ইউকেএইডের অর্থায়নে এবং দি এশিয়া ফাইন্ডেশনের সহযোগীতায় প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌরসভা প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর,সুধীন্দ্র বিশ্বাস মাখন, পৌর সচিব সিরাজুল ইসলাম, কাউন্সিলর অসিত কুমার সাহা, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, ব্যবসায়ী প্রতিনিধি গৌতম কুমার সাহা, অধ্যাপক লিপিকা বৈরাগী, সাগর সেন, কাউন্সিলর দেবাশীষ ঢালী, কাউন্সিলর কাজী আইযুব আলী, নারী নেত্রী ডলি আক্তার, সুদীপ্তা মন্ডল, বিউট সাহা, সহকারী শিক্ষক দিপালী খাতুন, ওয়াসিব ইকবল সোহেল, রূপান্তরের সিনিয়র কর্মকর্তা শেখ জার্জিস উল্লাহ, প্রোজেক্ট কর্মকর্তা ধনঞ্জয় সাহা বাপ্পি,মাসুদ রানা,বিপুল রায়। সভায় সর্বসম্মতিক্রমে এস এম মামুনুর রশিদ কে আহবায়ক ও সাগর সেন কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট চালনা পৌরসভা এসডিজি ফোরাম আহবায়ক কমিটি গঠন করা হয়।