দিঘলিয়া যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশঃ ২০২০-১২-০৬ - ১৮:৩৬

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকাল ৫ টায় স্বাধীন বাংলার স্থপতি, বাংলাদেশ স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নির্মানাধীন ভাস্কর্য রাতের অন্ধকারে ভাঙ্গার প্রতিবাদে দিনব্যাপী রাজপথে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ দিঘলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সেনহাটি বাজার তিনরাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, শেখ রিয়াজ হোসেন, হাসান মাহমুদ রাকিব, মোঃ তরিকুল ইসলাম, শেখ হাবিবুর রহমান তারেক,সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,শেখ শাহাবুদ্দিন, তৌহিদুল ইসলাম, এনায়েত হোসেন জুলু,মোঃ মুরাদ হোসেন,রুবেল হোসেন,ইসমাইল হোসেন স্বজল,গাজী জিয়াউর রহমান, শেখ দাউদ হোসেন,গাজী সগির হাসান পাভেল, মোঃ কবির, রাজা খান,রাজিবুল ইসলাম,মোঃ আমির হোসেন, মামুন তালুকদার,মোঃ রনি ইসলাম, মেহরাব হোসেন মিরাজ, হাদিউজ্জামান প্রমুখ।