বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুলনায় স্বাশিপ’র সমাবেশ

প্রকাশঃ ২০২০-১২-০৭ - ২৩:০৪

খুলনা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দেশদ্রোহীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) খুলনা মহানগর শাখার উদ্যোগে শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক অজয় কুমার চক্রবর্তী, শেখ জাহিদুজ্জামান, মোঃ ইউনুচ আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল গফ্ফার, মোঃ কাওছার আলী, মোঃ শহিদুল হক, অভিজিৎ কুমার মন্ডল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ধর্মান্ধ সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। যারা এ ধরনের কর্মকান্ড করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।