চট্টগ্রাম ব্যুরো: করোনা সংক্রমণ মোকাবেলায় এবার চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নজরদারি বাড়াচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মাস্ক পরা নিশ্চিত করতে এসব স্থানে পরিচালনা করা হবে ভ্রম্যমাণ আদালত। এসময় মুখে মাস্ক না থাকলে হতে পারে জরিমানা। এমনকি শুক্রবার (১১ ডিসেম্বর) নগরজুড়ে সামাজিক অনুষ্ঠানগুলোতে হানা দেবেন চসিক প্রশাসক সুজন নিজেই।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) চসিকের বসানো নগরীর ৫টি চেকপোস্টে সরেজমিনে পরিদর্শনে গিয়ে এসব কথা জানান চসিক প্রশাসক সুজন।
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘নগরীর পাঁচ স্পট শাহ আমানত সেতু এলাকা, সিমেন্ট ক্রসিং মোড়, অক্সিজেন মোড়, সিটি গেট এলাকা, কাপ্তাই রাস্তার মাথা এলাকার স্পট আমি আজ পরিদর্শন করে দেখলাম। গুটি কয়েক মানুষ ছাড়া প্রায় সবাই মাস্ক পরিধান করেছেন, এটা শুভ লক্ষণ।’
চসিক প্রশাসক আশা প্রকাশ করে বলেন, ‘আশ আগামী যতোদিন এই করোনা মহামারি থাকবে ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নগরবাসী আমাকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন। যতদিন ভ্যাকসিন বা টীকা আসছে না ততদিন জন-সাধারণকে মাস্ক পরিধানকেই টীকা মনে করতে হবে।’
সামাজিক অনুষ্ঠানগুলোতে জনসমাগম না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, সব কিছুর আগে হলো জীবন। জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই।’