মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ মানবাধিকার কমিশন পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখা যৌথ উদ্যোগে পাইকগাছা উপজেলা আদালত প্রাঙ্গণ থেকে রালী বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজার সঞ্চালনায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এড,এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড জিএম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের পৌরসভা শাখার সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড অজিত কুমার মন্ডল, আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকান্ত কুমার রায় ও পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেমউদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন,এড শেখ বারিকুল ইসলাম, এড বিল্লাল হোসেন,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাবেক ইউপি সদস্য শেখ আতাউর রহমান, শেখ জুলি, বদিউর জামান, আনোয়ার হোসেন প্রমুখ।
অপরদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখা বাংলাদেশ জনতা পার্টি কার্যালয়ে এড শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জি এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব ইলিয়াস হোসেন, ইদ্রিস আলী মোল্লা, আলহাজ্ব সরদার আমিন উদ্দিন সহ মানবাধিকার পাইকগাছা উপজেলা অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।