মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় হরিণের মাংসসহ ৪ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস পাচারকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো জপতোষ মন্ডল (৩৮), টিটু মন্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ তার ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতদের বাড়ী মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।
মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মটর সাইকেলযোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে আগ থেকে সেখানে নজরদারীতে থাকা এএসআই সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে পাচারের চেষ্টায় ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ক) (চ) ধারায় মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।