পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গদাইপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জোনাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ন কবির, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, নির্মল চন্দ্র অধিকারী, সাংবাদিক আঃ গফুর, জি এম মিজান,স্নেহেন্দু বিকাশ, এস এম বাবুল আক্তার, যুবলীগ নেতা এম এম আজীজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মিসেস নাজমা কামাল, সালাউদ্দিন কাদের, এস আই শহিদুল ইসলাম, এ এস আই শেখ পলাশ ইউপি সদস্য জগনাথ দেবনাথ, জবেদ আলী গাজী, আঃ সাত্তার, আজিজুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।