চট্টগ্রাম ডিএনসি গত ৩ দিনে অভিযানে ১৬ মাদকসেবী আটক

প্রকাশঃ ২০২০-১২-২৭ - ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে গত তিন দিনে আটক করেছেন মোট ১৬ মাদকসেবীকে। এ সময় তাদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন পৃথক অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মারজান হোসাইন। গত ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই তিন দিনে চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন  এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিআরটিসি , লালদিঘি,  আমানত শাহ মাজার, আকবর শাহ  ও  পুরান স্টেশন   এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন মাদক সেবন কারীকে ১.২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মারজান হোসাইন   ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। এর আগের দিন ২৫ ডিসেম্বও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন  এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিআরটিসি , লালদিঘি, ফিসারীঘাট,  আমানত শাহ মাজার,  টাইগার পাস, আকবর শাহ  ও স্টেশন   এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন মাদক সেবন কারীকে ১.৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব মারজান হোসাইন   ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।  এছাড়া ২৪ ডিসেম্বর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন  এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর শহীদ লেন, আমানত শাহ মাজার, লালদীঘি ও স্টেশন   এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন মাদক সেবন কারীকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব মারজান হোসাইন   ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।