মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন মোংলার মোস্তাফিজুর রহমান সোহান (২৫) মারা গেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার দুপুরে মামার বিয়েতে মোংলা থেকে মোড়েলগঞ্জে গেলে মহাসড়কের স্পিড ব্রেকারে ধাক্কা লাগলে ছিটকে পড়ে সোহান। সে সময় তাকে উদ্ধার করে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। নিহত সোহান পৌর শহরের কমিশনার সফিউল্লাহ সড়কের মর্ডান টেইলার্সের মালিক মোশাররফ হোসেনের ছেলে। সোহানের অকাল মৃত্যুতে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে মোংলা বন্দর বনিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। সোহান পৌর শহরের কবরস্থান এলাকার খলিল প্রেসিডেন্টের বাড়ীতে ভাড়া থাকতেন। মঙ্গলবার সকাল ৯টায় কবরস্থান জামে মসজিদে তার জানাযা নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।