মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় পৌর নির্বাচনের নৌকা প্রতীকের তোরণে সংবলিত বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে কে বা কারা ওই তোরণের বঙ্গবন্ধুর ছবির লম্বালম্বী-মাঝামাঝিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মোংলা পৌর শহরের ১ নম্বর জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষ্যে নির্মিত তোরণে এই আগুন দেয়া ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউকে সনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানা তিনি।