খুলনা অফিস : সুনাম খুলনা জেলা কমিটির ত্রৈমাসিক সভা সংগঠনের সহ সভাপতি মাহফুজুর রহমান মুকুল’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক এস এম সোহেল ইসহাক’র পরিচালনায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা প্রভাষক পঞ্চানন মণ্ডল, পলাশ দাশ, শারি’র খুলনা জেলা মিডিয়া সমন্বয়কারী শরিফুল ইসলাম সেলিম, প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু পদ দাস, এ্যাডভোকেসী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, তরিকুল ইসলাম বাপী, রিংটন মণ্ডল, জগন্নাথ কর্মকার, ইয়াফেস ইস্তেহাদ দীপ, আপু রায়হান আকাশ, অমল মজুমদার, সাগর সেন, বাহালুল আলম, বেনজির আহমেদ মুকুল, এ্যাড. মনিবুর রহমান, নয়ন পাল, প্রদ্দুত রায়, মিঠুন দাস, বাপ্পী কুমার দে, চিরনজিত ঢালী।