মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনকে ঘিরে নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমান। মঙ্গলবার দুপুরে পৌর শহরের শেখ আ: হাই সড়কের স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী ইশতিহার তুলে ধরেন। ইশতিহারে উল্লেখ করেন, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্য সেবা নিশ্চিত, পানি নিষ্কাশনের জন্য সরকারী খাল পুন:খনন ও পৌরসভার বড় পুকুর সংস্কার, মাদক ও নেশামুক্ত পৌরসভা গঠন, পৌর কবরখানার উন্নয়ন ও শ্মশানঘাটের ব্যবস্থা, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুন:বাসন, রাস্তাঘাট ও প্রয়োজনীয় ড্রেন, ব্রীজ ও কালর্ভাড নির্মাণসহ ২৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। আসন্ন এ নির্বাচনে নির্বাচিত হয়ে তার ঘোষিত ইশতিহার বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ পৌরসভার সকল বাসিন্দাদের কাছে সহযোগীতা কামনা করেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ: রহমানের ইশতিহার ঘোষিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন।