মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ও ধানসাগর ক্যাম্পের মাঝামাঝি এলাকার বনের অভ্যন্তরে আগুন লেগেছে। সোমবার দুপুরে ধানসাগর ক্যাম্প সংলগ্ন এলাকায় বনে ভিতর দিয়ে ধোঁয়া উপতে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বনবিভাগকে খবর দেয়। এরপর দুপুর ১ টার দিকে ধানসাগর ক্যাম্পের ষ্টাফরা সেখানে ছুটে যান। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে আগুন নিভানোর চেষ্টা শুরু করেন। ইতিমধ্যে আগুন নিভানোর জন্য আগুন লাগার এলাকার চারপাশে ফায়ার লাইন কেটেছে বনবিভাগ। খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে শরণখোলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছেছে। সকলে মিলে আগুন নিভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে বনবিভাগ। তবে বনবিভাগ বলছে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পূর্ব সুন্দরবনের ধানসাগর ক্যাম্পের ওসি মো: বেল্লাল হোসেন বলেন, দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। তারপর তারা সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তা আগুন নিভানোর কাজ শুরু করেন। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী করেন তিনি। তবে কখন কিভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা ব্যস্ততার কারণে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। আগুনে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঝুঁকি বিষয়টিও নিশ্চিত জানা যায়নি। আগুন লাগার ঘটনা জানতে বনবিভাগের উর্ধতন কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করছেন না।
উল্লেখ্য, এর আগেও ওই একই এলাকায় আরো কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছিলো। সেগুলো ছিল নাশকতামুল। অর্থাৎ বনের অভ্যন্তরের জলাশয়ের মাছ ধরা ও মাছ চাষের জন্য ছোট ছোট গুল্ম জাতীয় লতাপাতায় আগুন দিয়ে পুড়িয়ে মাছ চাষ ও ধরার পরিবেশ সৃষ্টি করা কিংবা উপযোগী করে তোলার কাজ ছিলো সেটি।