মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় ৬২০ টি পরিবারের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সোনাইলতলা ও মিঠাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নারী-পুরুষদের হাতে এ কার্ড তুলে দেন। এ সময় সোনাইলতলা ইউনিয়নের ২৫০ জন ও মিঠাখালী ইউনিয়নের ৩৭০ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে। দুস্থদের মাঝে কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।