বাগেরহাটে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশঃ ২০২১-০২-২৪ - ১৯:১০

বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রামের পারিবারিক কোন্দলে আহত রেজাউল শেখ (৫০) চিকিৎসাধিন অবস্থায় খুনলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার সকালে ওই হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত রেজাউল শেখ ডাকরা গ্রামের হাসেম আলী শেখের ছেলে। রামপাল থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম(৩৬) নামের একজন কে আটক করেছে। রামপাল থানার ওসি তদন্ত নজরুল ইসলাম মঙ্গলবার বেলা ১১ টায় জানান, গত রবিবার দুপুরে উপজেলার ডাকরা গ্রামে চাচাতো ভাইদের সাথে মারামারিতে রেজাউল শেখ মারাত্বক আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়। এখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সন্ধ্যায় সে মারা যায়। মঙ্গলবার সকালে খুমেকে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। লাশের দাফনশেষে পরিবার থেকে মামলা করবে বলে জানিয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামের একজন কে আটক করা হয়েছে।